print this page
Pc Dload লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Pc Dload লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মোবাইল এর সিকিউরিটি কোড জানার সফটওয়্যার (মাত্র ৭৬৪ kb)

হুম ঠিকই দেখেছেন। মাত্র ৭৬৮ কেবি এর একটি সফটওয়্যার পারে নোকিয়া,এলজি, অ্যাপল সহ আরও অনেক ব্র্যান্ড এর মোবাইল এর সিকিউরিটি কোড!!! অনেক সময় আমাদের মোবাইল ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে। তখন দৌড়াই মোবাইল সার্ভিস এর দোকানে। আর দোকানীও সুযোগ বুঝে দাও মারে, পকেট কেটে ফাঁকা করে আমাদের। ব্র্যান্ড আর মডেল বুঝে দাম করে। আপনি একটু সচেতন হলেই পারেন এই অনর্থক পকেট কাটা থেকে মুক্তি পেতে!!! এখনি এই ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আপনার কম্পিউটারে। এটি ইন্সটলও করা লাগে না!! রান করলেই চলে। তারপর ডান পাশে ব্র্যান্ডগুলো থেকে বেছে নিন আপনার দরকারি ব্র্যান্ডটি। ব্র্যান্ড এর লোগোতে ক্লিক করলেই দেখবেন ওই ব্র্যান্ড এর সব দরকারি কোড গুলো দেখাচ্ছে। তারপর আপনার ইচ্ছে মত মোবাইল রিসেট দিন, লক খুলুন যা ইচ্ছা করুন।
বিঃ দ্রঃ কারো কোন ক্ষতি করলে আমি কিছু জানি না :P যা করার নিজ দাইয়ত্তে করবেন। ধন্যবাদ :)
Click Here To Download
0 মন্তব্য(গুলি)

স্লো হয়ে গেছে আপনার পিসি !!! তাহলে করে নিন নতুনের মতো ফার্ষ্ট!!!ফ্রিতে নিন Advanced System Care, সাথে আছে প্রিমিয়ার Activation Key

স্লো হয়ে গেছে আপনার পিসি !!! তাহলে করে নিন নতুনের মতো ফার্ষ্ট!!!
ফ্রিতে নিয়ে নিন Advanced System Care, সাথে আছে প্রিমিয়ার Activation Key Free !!!!
File Size- 33 MB.
Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।

আপনার কম্পিউটার কি মারাত্মক স্লো ??? কোন কাজ ই করতে পারছেন না ??
মাত্র তিনটি ট্রিকস্..........এবং ফ্রিতে নিন একটি সফ্টওয়্যার..... লাইসেন্স কী সহ......
সাধারনত তিনটি কারন এর জন্য দায়ী, সেগুলো হলঃ
১) ভাইরাস সমস্যা, অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে
২) কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running আছে
৩) আপনার কম্পিউটারটি অনেকদিন Optimize করা হয় নি
এই তিনটি সমস্যার সমাধান পর্যায়ক্রমে আলোচনা করব আমরাঃ
**সমস্যা-১: (ভাইরাস সমস্যা, অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে)
সমাধানঃ আপনার কম্পিউটারে একটি ফুল ভাইরাস Scan করুন ।
আপনার যদি কোন অ্যান্টিভাইরাস না থাকে তাহলে আমি avast অ্যান্টিভাইরাস ডাউনলোড করার পরামর্শ দিব । অথবা আপনার পছন্দমতো কোন এন্টিভাইরাস ডাউনলোড করুন এবং সেটাপ দিন।অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটার Full and Deep Scan দিন ।
**সমস্যা-২: (কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running আছে)
সমাধানঃ Remove করুন Useless Start up Program গুলো্ ।
আপনার Pc Startup list এ যে প্রোগ্রাম গুলো আছে, তা আপনার কম্পিউটার এর স্টার্ট আপ এর গতি স্লো করে । শুধু স্টার্ট আপ এর গতি স্লো করে তাই নয় এগুলো আপনার সিস্টেমকেও স্লো করে । আর আপনার র্যা ম Utilize করতে থাকে । এজন্য Startup program গুলো Remove করতে হবে ।
Startup program remove করতে চাইলে নিম্নোক্ত স্টেপগুলো অনুসরন করুনঃ
Start> run> msconfig > startup ট্যাবে যান> তারপর unchecked করুন যে প্রোগ্রাম গুলো আপনি পিসি চালুর সময় অটোরান না করতে চান ।
**সমস্যা-৩: (আপনার কম্পিউটারটি অনেকদিন Maintenance & Optimization করা হয়নি)
সমাধানঃ অনেক কম্পিউটার ইউজাররা Maintenance & Optimization সম্পর্কে জানেনা । কিন্তু এটা অবশ্যই জানা দরকার ।
আপনার কম্পিউটার এর স্পীড বাড়বে যদি আপনার কম্পিউটার সঠিক ভাবে Optimization করেন ।
আমি আপনাদের যে সফটওয়ার টি ইন্সটল করতে বলব টা হল Advanced System Care Free. এই সফ্টওয়্যারটি আপনার কম্পিউটার-এর যত্ন নিতে সাহায্য করবে । আর আপনাকে কম্পিউটার Optimize করতে সাহায্য করবে ।
প্রথমে Advanced System Care Free ডাউনলোড করুন । সাথে আছে লাইসেন্স কি.... ফ্রি!!!
ডাউনলোড লিংকঃ https://copy.com/E0ADLLpDQ4DO
তারপর ইন্সটল করুন এবং রান করুন। রান করার পর যে উইন্ডো আসবে সেখানে অনেক অপশন আছে, একেক অপশন আলাদাভাবে একেক কাজ করে । আপনি যদি বুঝেন ভাল, না বুঝলেও সমস্যা নাই ।
আপনি “SCAN” এই লেখাটায় ক্লিক করুন। দেখবেন সব অটোমেটিক সমস্যাগুলো ধরে দিবে এবং আপনি এর পর অটো-রিপেয়ার-এ ক্লিক করুন, সব অটোমেটিক সমাধান হয়ে যাবে। Maintenance & Optimization এর কাজ শেষ ।
Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।
নিজে সুস্থ থাকুন এবং আপনার কম্পিউটারকেও সুস্থ রাখুন ।///
0 মন্তব্য(গুলি)

১৬ ডিসেম্বরের ১৬টি গান+বোনাস সম্পূর্ণ একটা এ্যালবাম

বিজয়ের মাসে চাই বিজয়ের গান। আর তাই আজকে আপনাদের জন্য আমার এই আয়োজন “১৬ ডিসেম্বরের ১৬টি গান”। অবশ্য গুগ্লিং করলে আপনারা এ গান গুলো পাবেন,তবে আমি এখানে ডাইরেক্ট লিঙ্ক দিয়েছি।এক ক্লিকেই ডাউনলোড শুরু হবে।তোঁ শুরু করে দিন ডাউনলোড আর শুনতে থাকুন বিজয়ের মাসে বিজয়ের গান।
গানগুলো ডাউনলোড করতে গানের নামের উপর ক্লিক করুনঃ----
জাগরনের গান ১ সম্পূর্ণ.zip    (256.93MB) //
0 মন্তব্য(গুলি)

২ টি কোরিয়ান মুভি আপনার অবশ্যই দেখা উচিত

বাংলাদেশে কোরিয়ান মুভির ভক্ত  ভালোই আছে । কিন্তু তার তুলনায় মুভিখোরদের সংখ্যা অনেক গুণ বেশি । অনেক মুভি পাগল , ভালো এবং ভিন্নধর্মী মুভি দেখতে পছন্দ করেন । কিন্তু হলিউড এবং বলিউড সে চাহিদা পুরোপুরি মেটাতে পারে না । তাই তাদের অন্য মুভির খোঁজ করতে হয় । তাই তারা অন্য দেশের মুভি দিকে তাকায় ।
আমার মতে  , কোরিয়ান মুভি  তাদের ভালো লাগবে । কোরিয়ান মুভির ভালো মানের জন্যই দিন দিন কোরিয়ান মুভির ভক্ত বাড়ছে । কিন্তু অনেক মুভি পাগলেরা  কোরিয়ান মুভি সম্পর্কে জানেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি , কোরিয়ান মুভি যদি একবার দেখা শুরু করেন তাহলে খালি দেখতে ইচ্ছা করবে ।
আমরা আগে শুনতাম যে , বাংলাদেশীরা অমুক মুভি নকল করেছে । ইন্ডিয়ান মুভি অমুক হলিউড মুভি নকল করেছে । নকল বলে মনে হয় অপমানিত করলাম । ক্ষমা করে দিবেন । নকল না , ভালো লেগেছে তাই অনুরুপ করে বানিয়েছে । ঠিক সেই রকমই হলিউড একটি কোরিয়ান মুভির অনুরুপ একটি মুভি বানাচ্ছে , নাম অপরিবর্তিত রেখে । অনেক কথা বলে ফেললাম , এখন কাজের কথায় আসি ।

১ । ওল্ড বয় (২০০৩)

মুভিটি ২০০৩ এ  মুক্তি পায় । মুভিটির imdb রেটিং ৮.৪ । কিন্তু আমার রেটিং ৯  এবং এটা আমার দেখা সেরা কোরিয়ান মুভি  । মুভিটি দেখার বয়সসীমার  রেটিং হলো R । মুভিটি তিনটি বৈশিষ্ট্য রয়েছে , টা হলো ড্রামা , থ্রিলার এবং রহস্য । মুভির ঘটনা গড়ে উঠেছে মুভির মূল চরিত্র হো ডা সু কে নিয়ে ।  ওহ ডা সু কে কোনো কারন ছাড়াই তার কিডন্যাপার ১৫ বছর জেলে আটকে রাখে । এবং জেলটি ছিলো একটি হোটেলের মতো ।
১৫ বছর পর তাকে ছেড়ে দেওয়া হয় । ছাড়ার পর হো ডা সু  তার কিডন্যাপারের কাছ থেকে কল পায় । কিন্তু কিডন্যাপার তাকে কেন ১৫ বছর আটকে রাখার কারন বলতে অস্বীকৃতি জানায় ।

ডাউনলোড লিংক





২ । নিউ ওয়ার্ল্ড (২০১৩)

মুভির মূল চরিত্র জা সুং  একজন আন্ডারকভার পুলিশ অফিসার । সে গোল্ডমুন গ্যাং এর একজন অন্যতম ব্যক্তিত্ব । হঠাৎ গোল্ডমুনের প্রধান নিয়ন্ত্রক মারা যায় । তারপর গোল্ড মুনের নতুন পরিচালক নির্বাচনে দরকার পড়ে । গোল্ড মুনের প্রধান হওয়া নিয়ে জা সুং এর ঘনিষ্ঠ বন্ধু জেওং ছেওং এর সাথে লি জাং এর শত্রুতা বাঁধে । হঠাৎ ঘটনা অন্য দিকে মোড় নেয় । জা সুং এর রিপোর্ট অনুসারে  জা সুং এর সহকর্মী সিক চই ,  লি জাংকে গ্রেফতার করে । লি জাং মনে করে জেওং ছেওং এর জন্য তাকে বন্ধি হতে হয়েছে । ঘটনা তীব্র আকার ধারন করতে থাকার মাঝখানে জেওং ছেওং আবিষ্কার করে জা সুং একজন আন্ডারকভার কপ । ফলে ঘটনা আবারো অন্য দিকে মোড় নেয় ।
মুভির অ্যাকশান গুলো আমার কাছে অসাধারন লেগেছে । সাথে রয়েছে চমৎকার থ্রিলার ভাব । ফলে এটিও একটি অসাধারন মুভি  । আর ঘটনা  বার বার অন্যদিকে ঘুরে যাবে , তা দেখে আপনারা অনেক মজা পাবেন ।

ডাউনলোড লিংক




0 মন্তব্য(গুলি)

ছোট একটি সফটওয়ার দিয়ে আপনার ছবি রিসাইজ করুন

ক্যামেরা কিংবা মোবাইলে আজকাল ছবি তোলা খুবই সহজ, চোখের পলকেই ছবি তুলে ফেলা যায়। কিন্তু এই সকল ছবি নানান সাইজের এবং নানান আকারের। কাজে বা ব্যবহারের সময় এই সকল ছবির সাইজ পরিবর্তন করতে হয়। অনেকে এই সহজ কাজটা করতে পারেন না। ফলে ব্যবহারের সময় ছবির সাইজ বিড়ম্ভনার কারন হয়। খুব সহজে আপনি আপনার ছবির সাইজ আপনার প্রয়োজনের সাইজে করে ফেলতে পারেন।
আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের অনেক ব্লগার ছবি সাইজ ঠিক করতে পারছেন না। একই পোষ্টে নানা সাইজের ছবি দিয়ে তিনি নিজে যেমন লজ্জা (!) পাচ্ছেন তেমনি আমাদেরও চোখের ১২টা (!) বেজে যাচ্ছে। নানা সময় নানা ব্লগার এ ব্যাপারে জানতে চান, কি করে ছবি রিসাইজ করে সুন্দর করে ছবি পোষ্ট দেয়া যায়।
ছবি রিসাইজ/ ছবির ফরমেট পরিবর্তনের নানা সফটওয়্যার এ দুনিয়াতে আছে। ফ্রীতে কিংবা টাকা দিয়ে কেনা যায়। তবে আমি যেহেতু সহজ অপারেট, টাইম সেইভ এবং টাকা নিয়ে মাথা ঘামাই তাই আজ আপনাদের আমি এমন একটি রিসাইজ ও রিফরমেট করার সফটওয়্যারের খোজ দিব (অন্য ভার্সান টাকা দিয়ে কিনতে হয়)। এই ভার্সানটি/ ইঞ্জিনটা ফ্রী! যা আমি অনেক দিন ব্যবহার করে উপকার পেয়েছি! আপনিও উপকার পেতে পারেন। তবে উপকার পেয়ে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
এখান থেকে ডাউনলোড করুন
সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন। ব্যস – ডান বাম, উপর নীচের মেনু গুলো দেখুন। কত সোজা। আর কি চাই। প্রান খুলে মজা লুটুন। নিম্মে ছবি দেখনু -
তবে ছবি রিসাইজ করাতে একটু বুদ্দি খাটাতে হবে। ইঞ্চি, পিক্সেল নাকি সিএম! শুধু রিসাইজ করে ছবির ১২টা বাজাবেন না। একটু হিসাব করে কাজটা করতে হবে। অঙ্কের খেলা। দুইভাবে এ সফটওয়্যার ব্যবহার করে ছবি রিসাইজ করতে পারেন। একটা অটোমেটিক অন্যটা নিজের ইচ্ছা মত। নিম্মে একটা নমুনা দেখুন!
ছবিটা ভাল, সব পড়া যাচ্ছে!
ছবিটা ছোট, সব পড়া যাচ্ছে না! বে সাইজ!
0 মন্তব্য(গুলি)

ডাউনলোড করে নিন ফূর্তি টকিং টম এর সবগুলো এপিসোড [মাত্র ৫০ মেগাবাইট]

সবাইকে স্বাগতম এবারের টিউনে । আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি রেডিও ফূর্তির জনপ্রিয় প্রোগ্রাম ফূর্তি টকিং টম এর সবগুলো এপিসোড নিয়ে । এ পর্যন্ত রিলিজ পাওয়া সবগুলো পর্বই থাকছে একটি জিপ আকারে । এর আগে আমি যে লিঙ্কটি শেয়ার করেছিলাম সেটি প্রচুর ডাউনলোড রিকুয়েস্ট এর জন্য ডেড হবার কারনে লিঙ্কটি আপডেট করে দেয়া হল।  চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কি কি সুবিধা থাকছ...

সুবিধা সমূহঃ
১. কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো হয়েছে
২. সকল পর্ব দেয়া হয়েছে
৩. ডাইরেক্ট লিঙ্ক
৪. সাইজ মাত্র ৫০ মেগা বাইট
5. সিঙ্গেল ফাইল আকারেও ডাউনলোড করার সুবিধা

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করে ডাউনলোড করুন  [ডাইরেক্ট জিপ সব গুলো এপিসোড]
সিঙ্গেল আকারে ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করে ডাউনলোড করুন
আশা করি টিউনটি কাজে আসবে সবার । ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য ।
0 মন্তব্য(গুলি)

জলদি ডাউনলোড করে নিন Format Factory 3.2 (সম্পূর্ণ ভাইরাস মুক্ত)

কাজেই কোনো ভুল ত্রূটি থাকলে ক্ষমার চোখে দেখবেন ।

আমরা অনেকেই Format Factory ব্যবহার করে থাকি। এটি অসাধারন একটি Converter যা দিয়ে প্রায় সব ধরনের ফাইল Convert করা যায়। কিন্তু সেগুল পুরাতন ভার্সন।
আর বর সমস্যা হল নতুন ভার্সন ডাউনলোড করতে গেলে আন্টিভাইরাস ভাইরাস হিসেবে ডিলিট করে দেয়।
আজ আমি আপনাদের Format Factory এর নতুন ভার্সন 3.2 দিচ্ছি যা নিয়ে আর কোনো সমস্যা হবে না।
তবে আন্টিভাইরাস দিয়ে স্ক্যান না দেওয়াই ভাল কারন আবার কোনো সমস্যা হতেও পারে।
কিন্তু তাই বলে এটি কোনো ভাইরাস নয়। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ।
আমি নিজেও এটি ব্যবহার করে থাকি ।

Download

আর কোনো সমস্যা হলে Comment কোরে জানাবেন।
সবাইকে ধন্যবাদ কষ্ট কোরে টিউন টি পড়ার জন্
0 মন্তব্য(গুলি)

সেরা ৫টি MOVIE ডাউনলোড সাইট

আস্-সালামু আলাইকুমআশা করি আপনারা সবাই ভালো আছেনঅবশ্যই সবসময় ভালো থাকবেন এটাই কামনা করি
 আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেরা ৫টি Movie ডাউনলোড সাইটএগুলোর মধ্যে রয়েছে কিছু সরাসরি ডাউনলোড সাইট এবং কিছু স্টিমিং সাইটস্টিমিং সাইট থেকে মুভি ডাউনলোড করার জন্য আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হবে।

অনেক তো কথা হলো এবার উক্ত সাইট গুলোর প্রসঙ্গে আসা যাক।

MOVIE2K:

নিঃসন্দেহে এই সাইট-টি ফ্রী মুভি ডাউনলোড সাইট গুলোর অন্যতম এবং সেরা একটি সাইট। ইহা প্রতিনিয়ত আপডেট করা হয় বিধায় ইহা থেকে নতুন সব মুভি ডাউনলোড করা যায়। এছাড়া Online streaming এর ক্ষেত্রে এটি একটি ভাল সাইটও বটে।
এই সাইট থেকে ডাউনলোড করার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হবে।
তাদের অফিশিয়াল সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: MOVIE2K

1CHANNEL:

ইহা ও একটি ভাল মুভি ডাউনলোড সাইট। ইহাতে বিভিন্ন প্রকার মুভি বিশেষ করে নতুন ও পুরাতন মুভির ভাল কালেকশন রয়েছে। এছাড়া ও প্রতিদিন এই সাইট-টি আপডেট করা হয়।
এই সাইটে ডাউনলোড করতে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানাজারএর প্রয়োজন হবে।
উক্ত সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: 1CHANNEL

MOVIESMOBILE:

আপনি যদি লো-কোয়ালিটির কোন মুভি মোবাইলে দেখতে চান তাহলে আপনার জন্য সেরা সাইট হচ্ছে এটি। এই সাইটে মোবাইলের জন্য যেমন লো-কোয়ালিটির মুভি রয়েছে তেমনি পিসির জন্য HD মুভি ও রয়েছে। সাইট-টি তে Bollywood, Hindi, Marathi এবংHollywood মুভিসমূহের কালেকশন রয়েছে।
তাদের অফিশিয়াল সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: MOVIESMOBILE

DIVXCRAWLER:

সর্বোচ্চ কোয়ালিটির মুভিসহ যেকোন আমেরিকান মুভি এই সাইট-টি থেকে ডাউনলোড করতে পারবেন। তাদের মুভি গুলো অনেক high quality সম্পন্ন এবং যখনি কোন মুভি আসে তখনি তারা তাদের সাইটে সেগুলো আপডেট করে থাকে। এই সাইটে Latest movie ডাউনলোড করার জন্য আপনাকে প্রিমিয়াম-ইউজার হতে হবে। তবে এগুলো ছাড়া বাকি সব মুভি গুলো এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।
এই অফিশিয়াল সাইট টি-তে প্রবেশ করতে এথানে ক্লিক করুন:  DIVXCRAWLER

MOVIESLUV:

মোবাইলের জন্য মুভি ডাউনলোডের সবচেয়ে ভালো সাইট-গুলোর একটি হল এটি। এতে মুভিসমূহ ক্যাটেগরি ও স্যাকশান ভিত্তিক সাজানো রয়েছে।
উক্ত সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন:  MOVIESLUV

## এবার অনেকের হয়তো ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার এর প্রয়োজন হতে পারে। লেটেস্ট-ভার্সন ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার টি ডাউনলোড করতে নিচের লিংকটি তে ক্লিক করুন।
Download Internet Download Manager Now
সবাই ভাল থাকবেন। আল্লাহ্-হাফেজ।
0 মন্তব্য(গুলি)
 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com